Girl child empowerment and Climate Action



আজ ১৪ ডিসেম্বর, বেদনাবিধুর শহীদ বুদ্ধিজীবী দিবস ……………



ঊনিশশ' একাত্তরের এ দিনটি ছিল মঙ্গলবার। মুক্তিযুদ্ধের ইতিহাসে সবচেয়ে নৃশংসতম ঘটনাটি ঘটে শীতার্ত এই দিনে। আমাদের জাতীয় জীবনের আরেক শোকাবহ দিন এটি। নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের শেষ সময়ে বিজয় তখন চূড়ান্ত। পরাজয় নিশ্চিত, বিজয়ের চূড়ান্তক্ষণে বাংলাদেশ হারিয়েছিল তার শ্রেষ্ঠ শিক্ষাবিদ, চিকিৎসক, বিজ্ঞানী, সাহিত্যিক, সাংবাদিক ও শিল্পীদের। আজ পুরো জাতি শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করবে সেসব সূর্যসন্তানকে; যাদের আত্মত্যাগে অর্জিত হয়েছে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, আমরা পেয়েছি স্বাধীন মানচিত্র। বুদ্ধিজীবীদের হত্যার ঠিক দুই দিন পর ১৬ ডিসেম্বর জেনারেল নিয়াজির নেতৃত্বাধীন পাকিস্তানী বর্বর বাহিনী আত্মসমর্পণ করে এবং স্বাধীন দেশ হিসাবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে।



শহীদ মিনারকে সামনে রেখে ঐক্যবদ্ধ হয়েছি, গড়েছি গণতান্ত্রিক আন্দোলনের মোর্চা, সংস্কৃতি চর্চার জোট। এখান কেই আমরা বলছি দেশের কথা, দশের কথা। তাই বাংলাদেশের অভ্যুদয়ের যে পটভূমি তার ইতিহাস রচনা করব আমরা!



'পটভূমি তার শহীদ মিনার' ~ স্মৃতির মিনার তলিয়ে যায় বিস্মৃতির অতলে!
বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি সেই সব বুদ্ধিজীবীদেরকে ………

Like this story?
Join World Pulse now to read more inspiring stories and connect with women speaking out across the globe!
Leave a supportive comment to encourage this author
Tell your own story
Explore more stories on topics you care about